যৌন হেনস্তার অভিযোগে সংগীত পরিচালক সচিন সাংঘভী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক সচিন সাংঘভী যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ২৯ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ সচিনকে হেফাজতে নিলেও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি দেওয়া হয়। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে সচিন সাংঘভীকে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এই বিষয়ে সচিনের আইনজীবী আদিত্য মিঠে বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো ধরনের প্রমাণ নেই। পুলিশ বেআইনিভাবে তাকে আটক করেছিল। তাই দ্রুতই তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিটি অভিযোগের যথাযথ জবাব দেব।”

সচিন সাংঘভী ও জিগার সারইয়া একসঙ্গে ‘সচিন–জিগার’ নামে সংগীত পরিচালনা করে থাকেন। তাদের সুরে বলিউডে জনপ্রিয় হয়েছে বহু গান, যেমন— ‘তারাস’, ‘এক জিন্দেগি’, ‘আপনা বানা লে’, ‘তেরে ওয়াস্তে’ এবং ‘ফির অউর কেয়া চাহিয়ে’।

সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘থামা’-তেও এই জুটি সংগীত পরিচালনা করেছেন।

Leave a Comment